নৌ ধর্মঘটে অচল চাঁদপুর


প্রকাশিত: ০২:৪৬ এএম, ২৩ আগস্ট ২০১৬

অনির্দিষ্টকালের ডাকা নৌ ধর্মঘটে অচল হয়ে পড়েছে চাঁদপুরের নৌ-যোগাযোগ ব্যবস্থা। ধর্মঘটে চাঁদপুর থেকে ঢাকা, বরিশাল, খুলনা, শরীয়তপুরসহ ১৭টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বেতন-ভাতাসহ ৪ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিকরা। নৌশ্রমিক সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এই কর্মবিরতির ডাক দেয়া হয়েছে। এর আগে গত ২০ এপ্রিল মজুরি বৃদ্ধিসহ মোট ১৫ দফা দাবিতে ধর্মঘট ডেকেছিল নৌযান শ্রমিকরা।

বাংলাদেশ নৌযান শ্রমিকলীগের চাঁদপুর শাখার সভাপতি বিপ্লব সরকার  জাগো নিউজকে জানায়, ন্যুনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী লাইটার জাহাজের শ্রমিকরা ধর্মঘটের আওতায় রয়েছেন।

ইকরাম চৌধুরী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।