নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২


প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৩ আগস্ট ২০১৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন-বড়েন্দার গ্রামের সাধন বিশ্বাসের শিশুকন্যা তৃষা (৩) এবং আগদিয়ার চর গ্রামের পিন্টু বিশ্বাসের মেয়ে চৈতি বিশ্বাস (১৪)। সে গোবরা প্রগতি বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিভ্যানের যাত্রী তৃষা (৩) ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চৈতি বিশ্বাস মারা যায়। এছাড়া গুরুতর আহত হওয়া অপর এক যাত্রী ও ইজিভ্যান চালককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকার বিক্ষুদ্ধ লোকজন ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

হাফিজুল নিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।