পদ্মায় খেয়া নৌকাডুবি : নিখোঁজ ৬


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৩ আগস্ট ২০১৬

নাটোরের লালপুরে পদ্মা নদীতে খেয়া নৌকা ডুবে ৬ যাত্রী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বিলমাড়িয়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ৬ জন হলেন- উপজেলার চক বাদকয়া গ্রামের লালচাঁদের ছেলে জামাল উদ্দিন ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে চান্দের আলী, মোহরকয়া গ্রামের মোহম্মদ তালুকদারের ছেলে ভাষান, মসলেম উদ্দিনের ছেলে আরজেদ আলী, কম্পোর ছেলে বেলাল হোসেন ও নছিমদ্দিনের ছেলে জামরুল।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো আজ সকালে উপজেলার বিলমাড়িয়া খেয়া ঘাট থেকে একটি নৌকায় করে পলাশীর চরে কাজ করতে যাচ্ছিলেন শ্রমিকরা। বিলমাড়িয়া ঘাট থেকে মাঝ নদীতে গেলে প্রচণ্ড বাতাস ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়।

পরে সাঁতরে ও অন্য নৌকার সহযোগিতায় যাত্রীরা তীরে পৌঁছালেও ৬ যাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে নাটোরের ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ৬ শ্রমিকের নিখোঁজ থাকার বিষয়টি জানতে পেরেছেন। তবে বিকেলে চরের কর্মস্থল থেকে ফিরে না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। নদীতে প্রবল স্রোত থাকলেও ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

রেজাউল করিম রেজা/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।