নাটোরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২০ আগস্ট ২০১৬

নাটোরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইলিয়াস হোসেন মারা গেছেন। শনিবার সকালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইলিয়াস হোসেন গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে।

নাটোর জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ জানান, ইলিয়াস হোসেনকে গত ১১ আগস্ট মাদক সেবনের দায়ে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আকতার। পরে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

কারাগারে থাকা অবস্থায় সে মাদক সেবনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করত। গত রাতে সে পেটে ব্যথার কথা বলে কর্তৃপক্ষকে জানায়। পরে কারা কর্তৃপক্ষ তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে তার পেটের ব্যথা না কমলে রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, ইলিয়াস হোসেন প্রকৃতপক্ষে মাদকসেবী ছিল। পেটে ব্যথার কথা বলে হাসপাতালে ভর্তি হলে সে হার্ট অ্যাটাকে মারা যায়।

রেজাউল করিম রেজা/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।