হত্যার অভিযোগে মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৩ আগস্ট ২০১৬

ঝিনাইদহ শহরের বকুলতলায় তানজিলা খাতুন নামে হাসপাতালের এক সেবিকাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী জুয়েল হোসেনের গ্রেফতারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে ওই নিহতের স্বজনরা।

নিহত তানজিলা খাতুন শহরের বকুলতলা এলাকার জুয়েল হোসেনের স্ত্রী। তিনি ঢাকার পপুলার হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ঘুরে পাগলা কানাই মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নিহত তানজিলার বাবাসহ স্বজনরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা অবিলম্বে স্বামী জুয়েল ও তার পরিবারের অন্যান্য সদস্যদের গ্রেফতারের দাবি জানান।

জানা গেছে, শহরের বকুলতলা এলাকার বাকি বিল্ল­াহর ছেলে জুয়েল হোসেনের সঙ্গে প্রেমের জের ধরে গত ২৯ এপ্রিল বিয়ে হয় সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের কোড়াপাড়া গ্রামের সাবেক মেম্বার গনির মেয়ে তানজিলার। বিয়ের পর থেকেই তানজিলা খাতুন ঢাকার পপুলার হাসপাতালে সেবিকার চাকরি করে আসছিলেন।

পরিবারের অভিযোগ স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী জুয়েল হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্ত্রী তানজিলা খাতুন বাড়িতে এসে বিষয়টি জানতে পারলে স্বামীকে বিভিন্ন সময় নিষেধ করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার বিকেলে স্বামী জুয়েল ও তার পরিবার তানজিলাকে শ্বাসরোধ করে হত্যা করে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।