হাতীবান্ধায় এক বছর ধরে মাদরাসার শিক্ষার্থী নিখোঁজ


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৩ আগস্ট ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাবিবুল্লা (১৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী এক বছর ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে তার বাবা আইয়ুব আলী হাতীবান্ধা থানায় একটি জিডি করেছেন।

নিখোঁজ হাবিবুল্লা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের তামাক ব্যবসায়ী আইয়ুব আলীর ছেলে। তিনি হাতীবান্ধার মিলন বাজার মৌলভী আবুল হাসেম আলিম মাদরাসায় ছাত্র।

জানা যায়, ২০১৩ সালে জেডিসি পাস করার পর থেকেই ঢাকায় থাকে হাবিবুল্লা। প্রায় এক বছর আগে হাবিবুল্লা একদিনের জন্য বাড়ি ঈদ করতে আসে। ঈদের পর থেকে গত এক বছর ধরে পরিবারের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার। তার নিখোঁজের ঘটনায় এলাকাবাসীসহ খোদ পরিবারের লোকজন তাকে নিয়ে নানা শঙ্কায় দিন কাটাছেন। হাতীবান্ধা থানায় জিডি নং-৬৮৪।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিখোঁজ হাবিবুল্লা কোনো জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়েছে কিনা? এমন সন্দেহ উড়িয়ে দিতে পারছে না অনেকে।

হাতীবান্ধা থানার ডিউটি অফিসার এসআই সামসুন্নাহার লতা স্বাক্ষরিত ওই জিডির সূত্রে নিখোঁজের বিষয়টি পত্রপত্রিকা ও টেলিভিশনে প্রচারের পরামর্শ দিলেও মঙ্গলবার পর্যন্ত পরিবার বা পুলিশের পক্ষ থেকে তা বাস্তবায়ন করা হয়নি।
    
হাবিবুল্লার বাবা আইয়ুব আলী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে জানান, থানা থেকে আমাকে নিখোঁজের বিষয়ে পত্রিকা বা টিভিতে কোন বিজ্ঞপ্তি প্রচারের পরামর্শ দেয়া হয়নি। আপনার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের প্রয়োজন আছে কিনা? এমন প্রশ্নে তিনি নীরব থাকেন।

মৌলভী আবুল হাশেম আলিম মাদরাসা অধ্যক্ষ মাহবুব আলম বলেন, হাবিবুল্লার নিখোঁজের ব্যাপারে তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই। জেডিসি পাস করার পর তাকে পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আমার এলাকায় কোনো মাদরাসা ছাত্র নিখোঁজ নেই। থাকলে আমি জানতাম আর তা গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রচার করতাম।

রবিউল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।