মাদরাসাছাত্রী মীরা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদরাসাছাত্রী মীরা হত্যা মামলার প্রধান আসামি সাদেক মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে সাদেক মিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার গ্রেফতারকৃত সাদেক মিয়া কিশোরগঞ্জের ৪ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে সোমাবার গভীর রাতে জেলার করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের জহিরকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদেক মিয়া ভাটিয়া জহিরকোনা গ্রামের মেনু মিয়ার ছেলে। তিনি নিহত মীরার চাচাতো ভাই।
করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মীরা হত্যা মামলার তথ্য উদঘাটন করা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা কয়েকজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আনোয়ারুল ইসলাম আঙ্গুর বাদী হয়ে অজ্ঞাতনামা হত্যাকারীদের আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি আরো জানান, পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে মাদরাসাছাত্রী রীমাকে হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া জহিরকোনা গ্রামে মীরা আক্তার (১৯) নামে এক মাদরাসাছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মীরা ওই গ্রামের ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের মেয়ে। মীরা স্থানীয় সাকুয়া বাজার মহিলা মাদরাসার আরবী বিভাগের ছাত্রী।
নূর মোহাম্মদ/এএম/আরআইপি