জামালপুরে বিএনপি কার্যালয়ে আগুন


প্রকাশিত: ১০:০৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

২০ দলীয় জোটরে ডাকা চলমান অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে জামালপুরে ১০টি অটোরিক্সা ও আ.লীগের বিলবোর্ড ভাংচুরের ঘটনায় জেলা বিএনপি কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যুবলীগ নেতাকর্মীরা। শনিবার বিকাল ৩টায় এই ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দুপুরে অবরোধের সমর্থনে স্থানীয় শহীদ মিনার থেকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণের সময় কথাকলি মার্কেট, সকাল বাজার ও বকুলতলা এলাকায় মিছিলকারীরা অন্তত ১০টি অটোরিক্সা ভাংচুর করে। এছাড়া শহরের বকুলতলা এলাকায় বিক্ষুব্দ বিএনপিকর্মীরা আওয়ামী লীগ নেতার বেশ কয়েকটি বিলবোর্ড ভাংচুর করে। এ ঘটনায় যুবলীগ কর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় রাস্তার দু’পাশে বিএনপির ব্যানার-ফেস্টুন ভাংচুর করে। এ সময় যুবলীগের মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

পরে ফায়াস সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বিএনপি কার্যালয়ে অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেছে।

এদিকে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা, ভাংচুরের ঘটনায় শহরের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।