বান্দরবানে আরাকান আর্মির ৩ সদস্যসহ আটক ৯


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৪ আগস্ট ২০১৬

বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির তিন সদস্যসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে থানচির বলিপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ৯নং ওয়ার্ডের সদস্য বাই ওয়াই মারমা, বড় মদক বাজারের ব্যবসায়ী হ্লামং মারমা, এমজিএমজি, ক্যয়থান, নোয়াং নোয়াং, থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মাংচ, জিপচালক রনি বড়ুয়া, মো.
আলমগীর ও চালকের সহকারী জুনিয়া বম।

বিজিবি সূত্রে জানা গেছে, বান্দরবান শহর থেকে থানচির বলিপাড়া যাওয়ার পথে একটি জীপ গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করে বিজিবি। এসময় জীপ গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ, ইলেক্ট্রনিক পণ্য, মোবাইল সেট, টিভি, জলপাই রঙের পোশাকসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বান্দরবান ব্রিগেডের জিটুআই মেজর মেহেদি বলেন, আমরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তিনজনকে আটক করেছি। তারা মিয়ানমারের সশস্ত্র সংগঠনের সদস্য কিনা তা জানা নেই। আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈকত দাশ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।