কোনো ধর্মই জঙ্গিবাদ সমর্থন করে না : আমু


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৫ আগস্ট ২০১৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রত্যেকটি ধর্মের একটি মূলনীতি হলো উপাসনা, শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করা। যারা ধর্মের নাম ব্যবহার করে জঙ্গিবাদ, বিশৃঙ্খলা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে তারা বিপথগামী। সব ধর্মের মূল উদ্দেশ্য শান্তি। কোনো ধর্মই জঙ্গিবাদ সমর্থন করে না।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঝালকাঠি মদনমোহন মন্দির চত্বরে আয়োজিত শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন অনুষ্ঠানে তিনি টেলিকনফারেন্সে এ কথা বলেন।

শহরের ফায়ারসার্ভির সংলগ্ন মদন মোহন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব।

জেলা প্যজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জিপি শ্রী তপন কুমার রায় চৌধুরী।

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে দুপুর ১২টায় শহরের মদনমোহন মন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিনণ শেষে একই স্থানে শেষ হয়।

আতিকুর রহমান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।