তিন পার্বত্য জেলার সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৬ আগস্ট ২০১৬

প্রাথমিক চিকিৎসার ওপর তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে কর্মরত সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রাঙামাটি শহরের আবাসিক হোটেল সুফিয়া হলরুমে শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি শনিবার বিকালে শেষ হবে। এ প্রশিক্ষণ কর্মশালা প্রথমদিন সকালে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) অর্থায়ন ও ব্যবস্থাপনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিন পার্বত্য জেলার মোট ৩৯ জন সংবাদকর্মী অংশ নিয়েছেন।

প্রশিক্ষণ পরিচালনায় রয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির বাংলাদেশের সমন্বয়কারী কর্মকর্তা সুলতানা তমা। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রশিক্ষণ কর্মকর্তা এমএ হালিম, মো. জুয়েল আহসান, খন্দকার ইকবাল প্রমুখ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।