নাটোরে জেলা জামায়াতের আমির গ্রেফতার
নাটোর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অধ্যাপক ইউনুস আলীর বিরুদ্ধে সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হরিশপুর বাইপাস এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একাধিক নাশকতা মামলার তালিকাভুক্ত আসামি জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক ইউনুস আলীকে দেখতে পায় পুলিশ। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
তবে ইউনুস আলীর পরিবারের দাবি, পুলিশি হয়রানি করতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সবকটি মামলায় আদালত থেকে জামিনে রয়েছে।
রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি