প্রাণ আপ নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৮:১৪ এএম, ৩০ আগস্ট ২০১৬

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর নড়াইলের চিত্রা নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী প্রাণ আপ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু।

এ সময় এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, প্রাণ আপের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার (মার্কেটিং) তন্ময় দাস, প্রাণের ম্যানেজার (ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিং মার্কেটিং) ডেভিড এ্যলোসিস উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে প্রাণ আপ এর সহযোগিতায় ১ সেপ্টেম্বর চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নড়াইলসহ বিভিন্ন জেলার ২২টি পুরুষ এবং ৫টি নারী দল নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
 
হাফিজুল নিলু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।