খালেদার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে : নাসিম


প্রকাশিত: ০২:১০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে। তাই তিনি কল্যাণপুর ও নারায়ণগঞ্জে যৌথবাহিনীর হাতে নিহত জঙ্গিদের পক্ষে কথা বলেন। জঙ্গি-সন্ত্রাসীদের সঙ্গে সঙ্গে খালেদা জিয়াকেও বয়কট করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জে ১৪ দল আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের একদিন আগেও সংসদ নির্বাচন হবে না। সাহস থাকলে বেগম খালেদা জিয়াকে সেই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

রামপাল বিদ্যুকেন্দ্র নিয়ে বিএনপির বিরোধিতা প্রসঙ্গ তুলে নাসিম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করলাম আমরা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর মার চেয়ে মাসির দরদ দেখাচ্ছেন খালেদা জিয়া। আন্দোলন করে কোনো লাভ নেই, রামপালে বিদ্যুৎকেন্দ্র হবেই হবে।

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ।

বি.এম খোরশেদ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।