অবরোধ তুলে নিতে ভেড়ামারায় শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ১১:০০ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

এসএসসি পরীক্ষার পূর্বেই হরতাল, অবরোধ প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় ৩টি স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ভেড়ামারা মাধ্যমিক গার্লস বালিকা বিদ্যালয় ডাক বাংলোর সামনে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন করে। অপর দিকে চন্ডিপুর ম্যাধমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুর-ভেড়ামারা মহাসড়কে মানববন্ধন করেছে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এসএসসি পরীক্ষার সময় হরতাল, অবরোধ ও নাশকতা বন্ধ করার দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করে।

মানববন্ধনে অংশগ্রহণ করে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা, পৌর সভার প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা মাহাবুল আলম, ভেড়ামারা পাইলট উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রধান শিক্ষক মতিয়ার রহমান, প্রধান শিক্ষক হাসিবুর রহমান হাসু প্রমুখ।
 
এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।