শরীয়তপুরে ১৮২ শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সভা


প্রকাশিত: ০৮:১০ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে শরীয়তপুরে ১৮২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সভা সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এ সভা সমাবেশ শুরু হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার নলিনি রঞ্জন রায় জানান, জেলার ১১৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৫৯টি মাদরসা, ১৭টি কলেজ ও ১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট ১৮২টি প্রতিষ্ঠানে সারাদেশের মতো জঙ্গিবাদ, সন্ত্রাসনির্মূলের লক্ষ্যে সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গোসাইরহাট উপজেলার সামান্তসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছিলেন তখন উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য জঙ্গিবাদের সৃষ্টি করছেন। তোমরা প্রতিদিন ঠিকমতো ক্লাস করবে। ঠিক মতো পড়াশুনা করবে। কেউ যদি তোমাদের টাকা (অর্থ) দিয়ে খারাপ কাজ করাতে চায় তাহলে তোমাদের পরিবার ও আমাদের জানাবে।

Sariatpur

এ সময় সভায় উপস্থিত ছিলেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল প্রমুখ।

ছগির হোসে/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।