অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু আনতে দেয়া হবে না


প্রকাশিত: ১১:০৩ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হচ্ছে। সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু আনতে দেয়া হবে না। যদি ভারতীয়রা সীমান্তে এসে গরু বিনিময় করে সেক্ষেত্রে ছাড় দেয়া হবে, তবে তা বৈধ উপায়ে ভ্যাট করে দিতে হবে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল মঈনের পরিচালনায় শনিবার এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তরা।

পশু চোরাচালান দমন ও সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জীবননগরে বিজিবির উদ্যোগে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান পিএসসি ও ঝিনাইদহের খালিশপুরস্থ-৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তাজুল ইসলাম তাজ, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, এএসপি মো. সুফিউল্লাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, উথলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, মহেশপুর উপজেলার নেপা ইউপি চেয়ারম্যান শামসুল আলম মৃধা, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ আমান, জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আ. সালাম ঈশা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান ও সাংবাদিক সালাউদ্দিন কাজল প্রমুখ।

সালাউদ্দিন কাজল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।