তিস্তায় পানি বৃদ্ধি : চর এলাকায় বন্যা


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

ভারি বর্ষণ ও ভারতের গজলডোবার সব গেট খুলে দেয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা চর এলাকায় দেখা দিয়েছে বন্যা। তিস্তার পানি প্রবেশ করে নতুন করে জেলার প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

শনিবার ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত তিস্তা নদীর পানি ব্যারাজ এলাকায় বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে পানি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ। উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তা ব্যারাজের ৪৪ স্লুইচ গেট খুলে দেয়া হয়েছে।

Lalmonirhat

শনিবার দুপুরে তিস্তা ব্যারাজের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, দুপুরে তিস্তা ব্যারাজের পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, চর নিজ শেখ সুন্দর, পার শেখ সুন্দর,বাঘের চর, চর ঠাংঝাড়া, গড্ডিমারী, দোয়ানী, ছয় আনী, সিংঙ্গীমারী, চর ধুবনী, সিন্দুর্ণা ,হলদীবাড়া, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় নতুন করে দেখা দিয়েছে বন্যা। বন্যা যাতায়াতের রাস্তা ও ব্রিজগুলো ভেঙে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিশেষ করে সানিয়াজান ইউনিয়নের চর এলাকায় পানিবন্দি কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

Lalmonirhat

গড্ডিমারী ইউনিয়নে ছয়আনী গ্রামের নজরুল ইসলাম জানান, তিস্তার পানি হঠাৎ বৃদ্ধির ফলে দুই দিন ধরে পরিবারগুলো পানিবন্দি হয়েছে পড়ছে। এখনো কোনো সরকারি সাহায্য পাওয়া যায়নি।

গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, গড্ডিমারী ইউনিয়নে গত দুই দিন ধরে নতুন করে তিস্তার পানি প্রবেশ করে প্রায় কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ছে।

Lalmonirhat

সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর জানান, এই ইউনিয়নে কয়েকটি গ্রামে নতুন করে দেখা দিয়েছে বন্যা। অনেক পরিবার ঘরবাড়ি আবার নদীর পানিতে তলিয়ে গেছে। বন্যার্ত পরিবারগুলোর সাহায্যের জন্য উপজেলায় আবেদন করেছি।

হাতীবান্ধা উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম জাগো নিজকে জানান, তিস্তা চর এলাকায় পানিবন্দি পরিবারগুলোর খোঁজ খবর নিয়েছি। বন্যার্ত পরিবারগুলোর ত্রাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

রবিউল হাসান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।