দুর্বল ড্রাইভের কারণেই মহাসড়কে যানজট : সেতুমন্ত্রী


প্রকাশিত: ১০:০৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে রাস্তার কোনো সমস্যা নেই যানজট হচ্ছে দুর্বল ড্রাইভের কারণে। এছাড়া ঈদুল আজহার পশুবাহী ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তায় বিকল হয়ে পড়ে যানজট সৃষ্টি করে।

রোববার বেলা ১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের কোনাে মহাসড়কে কোথাও কোনো যানজট হবে না বলেও জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, আজ সারাদেশের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। কেরানীগঞ্জের তেঘরিয়া ও মাওয়া চৌরাস্তা মিলিয়ে ৩৪টি মামলা হয়েছে এবং ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বড় গাড়িসহ মোটরসাইকেল, ব্যটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা রয়েছে।

এছাড়া আশুলিয়া ও সাভারে গার্মেন্টসগুলো একই সময় ছুটি হয়, তখন হাজার হাজার শ্রমিক রাস্তায় চলে আসে। আশা করি এবারের ঈদ যাত্রা আরামদায়ক হবে। যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে যেতে পারবে। পুলিশ, স্কাউট, গাড়ির মালিক ও সাংবাদিক সকলের সহযোগিতা থাকবে।   

মাওয়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত চলে। এসময় বিভিন্ন ক্যাটাগরির ১১টি মামলা করা হয় এবং ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।