ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

গাইবান্ধা সদর উপজেলায় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে রেজাউল করিম (৩৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

রোববার বিকেলে আসামি রেজাউল করিমের উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত রেজাউল করিম সদর উপজেলার বলমঝাড় ইউনিয়নের খামার টেংগরজানি গ্রামের আবু তাহেরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি টেংগরজানি গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে রেজাউল। একপর্যায়ে ওই তরুণীর গর্ভে এক কন্যাসন্তানের জন্ম হয়। পরে রেজাউল বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানালে তরুণীর বাবা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেজাউলকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।

মামলার অধিকতর তদন্ত শেষে পুলিশ রেজাউল করিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। রোববার শুনানি শেষে এ রায় দেন আদালত।

অমিত দাশ/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।