সাপাহার সীমান্তে ৮ রাখাল আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

ভারত থেকে গরু আনতে গিয়ে নওগাঁর সাপাহার সীমান্তে আটক হয়েছেন রাখাল। শনিবার রাতে হাপানিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। তবে হাপানিয়া ক্যাম্প কমান্ডার বিষয়টি অস্বীকার করেছেন।

ভারতীয় ভূখণ্ডে আটকরা হলো, সাপাহার উপজেলার শ্রীধরবাটি ইসলামপুর গ্রামের আফছার আলীর ছেলে আকিমুদ্দীন (২৪), আব্দুস সামাদের ছেলে কবির হোসেন (২৫), হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), ইয়াকুব আলীর ছেলে নাসির উদ্দীন (২০), আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম (১৭), মৃত-হেফাজ উদ্দীনের ছেলে কামরুল ইসলাম (২৮), সাইদুর রহমানের ছেলে আব্দুন নুর (২৬) এবং দিঘিরহাট বিরামপুর গ্রামের মোন্তাজ আলীর ছেলে শহিদুল ইসলাম (২২)।

জানা যায়, শনিবার মধ্যরাতে হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় ভখণ্ডে প্রবেশ করে বাংলাদেশি কয়েকজন রাখাল। এসময় আদাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ জোয়ানদের তাড়া খেয়ে ভারতের বামনগোলা থানার মাছুয়া কান্দর গ্রামে গিয়ে আশ্রয় নেয় তারা। পরে ভারতীয় সোর্স মারফত জানতে পেরে বামন গোলা থানা পুলিশ তাদের সেখান থেকে আটক করে ভারতীয় আদালতে সোপর্দ করে।

এ বিষয়ে হাপানিয়া ক্যাম্প কমান্ডার মোফাজ্জল হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, বিএসএফ সদস্যরা বাংলাদেশি কাউকে আটক করলে প্রথমে আমরা জানতে পারতাম এবং সেটা শতভাগ সঠিক হবে। এখানে আটকের কোনো ঘটনা ঘটেনি।

আব্বাস আলী/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।