ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৫


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামের সামনে ও সদর উপজেলার টিকরির চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯৩৪ বোতল ফেনসিডিল ও এক হাজার ৪১০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

আটকরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার জোয়র্দ্দার পাড়ার একরামুল হকের ছেলে আলমগীর হোসেন (৩৪), উজিরপুর গ্রামের নুরশেদ আলীর ছেলে তারাবর হোসেন (২৮), ছত্রাজিতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হারুনুর রশিদ (২২), কমলাকান্তপুর গ্রামের ইউনুসুর রহমানের ছেলে স্বপন (২৩) ও সদর উপজেলার বাখের আলী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আমিনুল ইসলাম (২৮)।

সোমবার র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা এএসপি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৩টার দিকে রেহাইচর স্টেডিয়ামের সামনে পেঁয়াজ ভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়।  

এ সময় ট্রাক থেকে মাদক ব্যবসায়ী আলমগীরসহ পাঁচজনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে টিকরিরচর এলাকায় অভিযান চালিয়ে ১৪১০ পিস ইয়াবাসহ আমিনুলকে আটক করা হয়েছে।  

মোহা. আব্দুল্লাহ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।