দুই নারীসহ ছয়জনের কারাদণ্ড
মুন্সীগঞ্জে জাল দলিল তৈরির দায়ে দুই নারী ও দলিললেখকসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুর ১টার দিয়ে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, জেলার শ্রীনগরের কামরগাও এলাকার আ: ওহাবের স্ত্রী খালেদা বেগম (৫৫) ও ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫), আনছার আলীর ছেলে শাহজাহান (৪০), রমজান আলীর স্ত্রী পারুল বেগম (৩৫), বিশ্বনাথ দত্তের ছেলে মানিক দত্ত(৪৫) এবং শ্রনগর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. কামাল হোসেন।
এদের মধ্যে প্রথম দুইজনকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর চারজনকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।
মামলার বাদী শ্রীনগরের গোলাম রসুলের ছেলে আব্দুল মান্নাফ এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. নাসিরুজ্জামান খান সাংবাদিকদের জানান, আসামিরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর