চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ১৫ জন আহত হন।

সোমবার দিবাগত রাতে সদর উপজেলার ছয়মাইল ও আলমডাঙ্গা উপজেলার কুয়াতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা জেলার আমিরপুর বাজারস্থ মৃত ফজলুল শেখের ছেলে এবং বাসের হেলপার সাগর (৩২) ও আলমডাঙ্গা উপজেলার কুয়াতলা গ্রামের রহিম মন্ডলের ছেলে মনসুর আলী (৪৫)।
 
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ও আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন কাজল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।