নীলফামারীতে ভিজিএফের চাল পেল চার লাখ পরিবার


প্রকাশিত: ১১:০৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

নীলফামারী জেলায় ঈদুল আজহা উপলক্ষে সরকারের বরাদ্দ দেয়া বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জনপ্রতি ১০ কেজি হারে জেলার ছয়টি উপজেলার ৬০টি ইউনিয়ন এবং চারটি পৌরসভায় চার হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

মঙ্গলবার জেলা ডিমলা ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ চাল বিতরণ শুরু করা হয়। পর্যায়ক্রমে জেলার ছয় উপজেলার ৬০ ইউনিয়ন ও চার পৌরসভায় ঈদের আগেই এ চাল বিতরণ শেষ করা হবে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তাজুল ইসলাম।

জেলা ত্রাণ ও পুনর্বাসন সূত্রমতে, কার্ডধারীরা প্রতিজন এবার ১০ কেজি করে চাল পাবে। তিন লাখ ৯৮ হাজার ৬৪৭ কাডের বিপরীতে চাল বরাদ্দ পাওয়া গেছে তিন হাজার ৯৮৬ দশমিক ৪৯ মেট্রিক টন। এর মধ্যে ছয় উপজেলায় তিন লাখ ৮৪ হাজার ৭৮৬ জনের বিপরীতে ৩৮৪৭ দশমিক ৮৬০ এবং চার পৌরসভায় ১৩ হাজার ৮৬৩ জনের বিপরীতে ১৩৮ দশমিক ৬৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

ছয় উপজেলার মধ্যে নীলফামারী সদরে ৮৯ হাজার ৩৭৪ জনের বিপরীতে ৮৯৩ দশমিক ৭৪০, ডিমলায় ৬৬ হাজার ২১৩ জনের বিপরীতে ৬৬২ দশমিক ১৩০, ডোমারে ৫২ হাজার ৯২২ জনের বিপরীতে ৫২৯ দশমিক ২২০, জলঢাকায় ৭৬ হাজার ৮৬৮ জনের বিপরীতে ৭৬৮ দশমিক ৬৮০, কিশোরীগঞ্জে ৫৫ হাজার ৭২৬ জনের বিপরীতে ৫৫৭ দশমিক ২৬০ ও সৈয়দপুরে ৪৩ হাজার ৬৮৩ জনের বিপরীতে ৪৩৬ দশমিক ৮৩০ মেট্রিক টন।

এছাড়া চার পৌরসভার মধ্যে নীলফামারী পৌরসভায় চার হাজার ৬২১ জনের বিপরীতে ৪৬ দশমিক ২১০, সৈয়দপুর পৌরসভায় ৪৬ দশমিক ২১০, জলঢাকা পৌরসভায় তিন হাজার ৮১ জনের বিপরীতে ৩০ দশমিক ৮১০ ও ডোমার পৌরসভায় এক হাজার ৫৪০ জনের বিপরীতে ১৫ দশমিক ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

এদিকে ডিমলায় মঙ্গলবার সকালে দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। ডিমলা সদর ইউনিয়নে ১০ হাজার ৬৪৬, বালাপাড়া ইউনিয়নে সাত হাজার ৮২২, ঝুনাগাছ চাপানি আট হাজার ১০১, খালিশা চাপানি সাত হাজার ৮৭৪ ও পূর্ব ছাতনাই ইউনিয়নের তিন হাজার ৩৮৪ জনের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।
ডিমলা সদর ইউনিয়ন চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ।

এ সময় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, রাজস্ব কর্মকর্তা মকবুল হোসেন, বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, রাজস্ব কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আমির বোরহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, রাজস্ব কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মামুন উর রশিদ ও পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান প্রমুখ।

জাহেদুল ইসলাম/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।