বড়াইগ্রামে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

নাটোরের বড়াইগ্রামে পেট ও বুক জোড়া লাগানো দুই মাথা বিশিষ্ট যমজ শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার সকালে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। তবে জন্মের পরপরই একটি শিশু মারা গেলেও অপর শিশুটি সন্ধ্যায় মৃত্যুবরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী-পুরুষ শিশু দুইটিকে দেখার জন্য হাসপাতালে ভিড় করে।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জোনাইলের চামটা গ্রামের মোজাম্মেল হক ইত্তুর স্ত্রী অজুফা খাতুন সকাল ১০টার দিকে ওই ক্লিনিকে ভর্তি হন। পরে ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. ডলি রানী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জম্ম হয়। মোজাম্মেল হক ইত্তু এবং অজুফা খাতুন দম্পতির তৃতীয় সন্তান এটি।

ডা. ডলি রানী জানান, জন্মের সময় বাঁ পাশের মাথাটি নিথর ছিল এবং ডান পাশের মাথাটি নড়াচড়া করছিল। তবে মিনিট দশেক পর শিশুটির হৃদক্রিয়ার শব্দ পাওয়া যায়নি, যার ফলে ডানপাশের মাথাটির কার্যকারিতা বন্ধ হয়ে যায়। ফলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে তিনি আরো বলেন, শিশুটি যমজ ছিল। এক দেহেই দুই মাথা ও ছেলে-মেয়ে দুই লিঙ্গই ছিল। বিকেল ৫টার দিকে শিশুটিকে তাদের মা-বাবা নিজ বাড়িতেই দাফন করেন।

রেজাউল করিম রেজা/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।