অল্পের জন্য রক্ষা পেল ৪ শতাধিক যাত্রী


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

যুবরাজ নামের একটি লঞ্চকে রক্ষা করতে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে উঠিয়ে দেয় যাত্রী বোঝাই লঞ্চ এমভি মর্নিং সান-৫। এসময় যাত্রীবোঝাই লঞ্চের ধাক্কায় দুইটি দোকান-ঘর বিধ্বস্ত হয়। তবে কোনো হতাহত হয়নি। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

munshigganj

লঞ্চের সারেং জানান, এমভি মর্নিং সান-৫ লঞ্চটি বিপরীত মুখি যুবরাজ নামের একটি লঞ্চকে রক্ষা করতে ধলেশ্বরীর পাড়ে উঠিয়ে দেয়। এসময় নদীর পাড় সংলগ্ন একটি তেলের দোকান ও একটি খাবার হোটেল ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দা ও মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর-৩ মকবুল হোসন জানান, লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে দক্ষিণবঙ্গের হুলারহাট যাচ্ছিল। লঞ্চটি প্রায় চার শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে লঞ্চটিকে এমভি টিপু নামের আরেকটি লঞ্চ প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে তীর থেকে নদীতে নামাতে সক্ষম হয়।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।