সাঘাটায় বোমাসহ জেএমবি সদস্য আটক


প্রকাশিত: ১১:০১ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফরিদ উদ্দিন (৪৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে তিনটি তাজা বোমাসহ আটক করেছে পুলিশ।

আটককৃত ফরিদ উদ্দিন উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে। তাকে বুধবার রাত ১১টার দিকে আটক করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে কোন স্থান থেকে তাকে আটক করা হয়েছে তা জানাতে তিনি অস্বীকার করেন।

ওসি আরো জানান, ফরিদ উদ্দিন জেএমবির একজন সক্রিয় সদস্য। আটক করার পর তার শরীর তল্লাশি করে তিনটি তাজা বোমা পাওয়া গেছে।

অমিত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।