ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
যানবাহনের অত্যাধিক চাপ ও মেঘনা গোমতী সেতুর ওপর কাভার্ডভ্যান বিকল হওয়ায় টানা দ্বিতীয় দিনের মত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের উভয় দিকে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. কামরুজ্জামান রাজ জানান, আসন্ন ঈদের কারণে মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে যানবাহনের চাপে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
এছাড়া মেঘনা-গোমতী সেতুর ওপর মালবাহী কাভার্ডভ্যান বিকল হওয়া ও যানজট ব্যাপক আকার ধারণ করেছে। মহাসড়কের দাউদকান্দি অংশের যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে যানজট নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ। তবে দুপুরের পর থেকে যানজট কিছুটা কমতে শুরু করেছে।
এদিকে যানজটে দীর্ঘ সময়ে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছে ঈদে ঘরমুখো মানুষ। আবার কেউ কেউ বলছেন, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করার কাছে এই দুর্ভোগ কিছুই না।
এআরএ/এবিএস