সাঘাটায় আটক জেএমবি সদস্য কারাগারে


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় তিনটি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আটক সদস্য ফরিদ হোসেনকে (৪৫)কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের আদালতে তাকে তোলা হয়।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পর তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন বিচারক।

এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে তাকে আটক করা হয়।

পরে তার ভাষ্যমতে বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে আইইবি লেখা তিনটি হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ফরিদ উদ্দিন উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর ভুতমারা গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবি সদস্য ফরিদকে আটক করা হয়। দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।  

জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, জেএমবি সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

অমিত দাশ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।