চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি সিন্ডিকেট চক্র ভারতে চামড়া পাচারে সক্রিয় হয়ে উঠেছে। তবে ভারতে চামড়া পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি।

কম মূল্যে এসব চামড়া সংগ্রহের জন্য এ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এ দেশীয় বিভিন্ন দালাল চক্র। তারা কমিশনের ভিত্তিতে গরু, মহিষ ও ছাগলসহ বিভিন্ন পশুর চামড়া তুলে দেবে সীমান্তের কিছু চামড়া সিন্ডিকেট চক্রের কাছে।

পরে এ সিন্ডিকেট উপজেলার বেনীপুর, গয়েশপুর, নতুনপাড়া, ধোপাখালী ও রাজাপুর সীমান্ত এলাকা দিয়ে চামড়া ভারতে পাচার করবে।

এদিকে, ট্যানারি অ্যাসোসিয়েশন প্রতি বর্গফুট চামড়া বিক্রির একটি নির্দিষ্ট মূল্য এ বছর নির্ধারণ করে না দেয়ায় চামড়া ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে।

চামড়া ব্যবসায়ীদের অভিমত, এ বছর কুরবানির ঈদে পর্যাপ্ত পশু আমদানি হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে চামড়ার দর কিছুটা হ্রাস পাওয়ায় চামড়ার মূল্যবৃদ্ধি হয়নি।

চামড়া ক্রেতারা জানান, এক শ্রেণির অসৎ দেশীয় ক্রেতাদের স্বেচ্ছাচারী আচরণ, সিন্ডিকেট করে চামড়ার মূল্য কম নির্ধারণ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চামড়া ক্রয় করে পাওনা টাকা মাসের পর মাস আটকে রাখা প্রভৃতি কারণে চামড়ার একটি বড় বাজার ভারতে পাচার হয়ে যায়।

এছাড়া সারা বছরই পশুর চামড়া কেনাবেচা হয়। কিন্তু কুরবানির ঈদের সময় চামড়ার বিকিকিনি হয় সর্বোচ্চ পর্যায়ে।

বাংলাদেশের বাজার দরের চেয়ে ভারতে গরু, ছাগল, মহিষ ও ভেড়ার চামড়ার চাহিদা ও বাজার দর দুটোই অত্যধিক। পাশাপাশি ভারতের ব্যবসায়ীরা চামড়া ক্রয়ের কোনো অর্থই বকেয়া রাখে না। মূলত ভারতের চামড়া পাচারের এটিই প্রধান ও অন্যতম কারণ বলে এখানকার ব্যবসায়ীরা মনে করেন।

তবে এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ বলেন, ভারতে চামড়া পাচার রোধে বিজিবি বিওপিগুলোতে কঠোর অবস্থান নিয়েছে।

সালাউদ্দীন কাজল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।