ধর্মীয় উপাসনালয়ে স্বেচ্ছাশ্রম দিতে এসে ৭ জন আহত


প্রকাশিত: ০১:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬

ধর্মীয় উপাসনালয়ে স্বেচ্ছাশ্রম দিতে এসে সিঁড়ি থেকে পড়ে শিশুসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শান্তিপুর গ্রামের সুকান্ত চাকমার ছেলে নীরব চাকমা (৭), সরাদিনু চাকমার স্ত্রী ছায়ারানী চাকমা (৬০), সুমান্ত চাকমার স্ত্রী রূপাঞ্জলি চাকমা (৩৫), উতঙ্গমনি চাকমার স্ত্রী মালতী চাকমা (৬৫), উগলছড়ি গ্রামের ইন্দ্রবারী চাকমার স্ত্রী লক্ষীদেবী চাকমা (৪৫), নীলমনি হেডম্যান পাড়ার বন কুমার চাকমার ছেলে রিংকু চাকমা (১৫) ও পরীক্ষিত চাকমার স্ত্রী জানক্কী চাকমা।

আহতদের মধ্যে নীরব চাকমা, লক্ষীদেবী চাকমা ও মালতী চাকমাকে উন্নতর চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকাল থেকেই শান্তিপুর অরণ্য কুটির দেশনালয় মঞ্চের ঢালাইয়ের কাজ শুরু হয়। এলাকার শত শত নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসে। ঢালাইয়ের কাজ চলাকালে বাঁশের তৈরি সিঁড়ি বেয়ে ঢালাইয়ের মসলা নিয়ে উপরে উঠার সময় সিড়িটি কাত হয়ে পড়ে গেলে ৭ জন আহত হয়।

আহতের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: শফিকুর রহমান তিনজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা  সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পরপরই পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন ৫নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় চাকমা, ১নং লোগাং ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা ও পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবদুল জব্বার।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।