জলঢাকায় সড়ক দুর্ঘটনায় মুদি দোকানি নিহত
নীলফামারীর জলঢাকার গোলমুন্ডায় সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল খালেদুল (৩৬) নামের এক মুদি দোকানি নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন আহত হন।
শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদুল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গোদামারী ইউনিয়নের দইখাওয়া আব্দুস সোবাহানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে আব্দুল জলিল খালেদুল হাতিবান্ধা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মুদি দোকানি খালেদুল নিহত ও চালকসহ তিনজন আহত হন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
জাহেদুল ইসলাম/এএম/এমএস