রাঙামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষ


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

রাঙামাটিতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বেতার ভবনের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাহাড়িকা (চট্টমেট্রো-জ-০৪-০০৩১) যাত্রীবাহী বাসের সঙ্গে ঘাগড়ার উদ্দেশে ছেড়ে আসা বিপরীতমুখি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২০ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় জটিলা তঞ্চঙ্গ্যা (৬৫), রবি মোহন তঞ্চঙ্গ্যা (৫৬), মঞ্জু দেব (৫০), সানজিদা (৩০), বিপ্লব ধর (৪৫) ও মমতা চাকমাকে (৫৪) চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়। অন্যদের রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।