মোবাইল ফোনই কাল হলো তার


প্রকাশিত: ০৫:৩২ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পরে শরিফুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার হাজরানীয়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম মদাতী ইউনিয়নের উত্তর মোশরত গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, উপজেলার ভোটমারী বাজার থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের উপর দিয়ে বাড়ি ফিরছিল শরিফুল। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার ট্রেনটি হাজরানী এলাকায় আসলে শরিফুল ট্রেনে কাটা পড়েন। এ সময় তার হাত, পা, মাথা কেটে যায়। পরে পরিবারে লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

মদাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের রেলে কাটা পরে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, সে ভোটমারী বাজারে মুদি দোকনদার। বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।

রবিউল হাসান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।