চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত সর্দার সালাম গ্রেফতার
চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সালাম ওরফে বোমা সালামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আশরাফ আলী বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল কলেজের সামনে অভিযান চালিয়ে সালামকে গ্রেফতার করে। সালাম জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালাম চুয়াডাঙ্গা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের বিভিন্ন থানায় মামলা রয়েছে।
সালাউদ্দিন কাজল/বিএ