পাটগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
লালমনিরহাট জেলার পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে বোরহান হোসেন বাবু (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার কোটতলী এলাকার এ ঘটনা ঘটে। মৃত বোরহান হোসেন পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে এবং পাটগ্রাম টিএন স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, বোরহান হোসেন শুক্রবার দুপুরে গোসল করতে গেলে পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমেছে।
পাটগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান ঘটনার সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এএম/আরআইপি