নওগাঁর গুটার বিলে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল


প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের গুটার বিলে ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ এ নৌকাবাইচ  আয়োজন করে।

গুটার বিলে বিভিন্ন উপজেলা থেকে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল নামে। গুটার বিলের মাঝে রাস্তার দু’পাশে এবং নৌকার উপর প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় ১২ হাজার লোকের সমাগম হয়।

প্রতিযোগিতায় চারটি গ্রুপ অংশ নিয়ে গ্রুপ-এ`তে হাঁসাইগাড়ী গ্রাম এবং গ্রুপ-বি`তে চড়ইখোলা গ্রাম বিজয়ী হয়।

প্রধান অতিথি হিসেবে এ ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, আ’লীগ নেতা ব্রহানী সুলতান গামা, ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি জয়নুল আবেদিন জয়নাল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। পরে প্রধান অতিথি বিজয়ীদের একটি করে টেলিভিশন পুরস্কার প্রদান করেন।

আব্বাস আলী/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।