ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যাত্রী নিহত


প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

নওগাঁর রাণীনগরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন।

রোববার ভোরে রাণীনগর ওভার ব্রিজের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।   

নিহতরা হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) এবং জয়পুরহাট জেলার আজিবপুর গ্রামের উবির উদ্দিনের ছেলে সাজু মিয়া (২৫)। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তার পরিচয় জানা সম্ভব হয়নি।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান আসাদুল হক জানান, রোববার রাতে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে দেলোয়ার হোসেন, তার স্ত্রী ও সাজু মিয়া ঢাকায় ফিরছিলেন।

ভোরে নওগাঁ জেলার রাণীনগর রেল স্টেশনের ওভার ব্রিজে ট্রেনের ধাক্কা লাগে। এতে দেলোয়ার হোসেন ঘটনাস্থলে নিহত হন। এ সময় সাজু মিয়াসহ দুজন আহত হন। আহতদের উদ্ধার করে নাটোরের হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে সাজু মিয়ার মৃত্যু হয়।

আব্বাস আলী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।