ফেনীতে পেট্রল বোমা হামলায় চালক দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

ফেনীতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় আবুল কাশেম (৪০) নামে নামে এক গাড়ি চালক দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুরে এ ঘটনা ঘটে।

কাশেম সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নের পদুয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে।  

দগ্ধ কাশেমকে গুরতর অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কজে হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে আবুল কাশেম গাড়ি নিয়ে ফতেহপুর এফতেহপুর এলাকায় আসলে দুর্বত্তরা গাড়িতে লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে তিনি দগ্ধ হন।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।