সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বনগ্রাম এলাকায় টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে খলিলুর রহমান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অহেদুল ইসলামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অহেদুল ইলামের বসতবাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। পরে একজনকে আটক করে পুলিশ।
নিহত খলিলুর রহমান ওই ইউনিয়নের শক্তিপুর (নামাপাড়া) গ্রামের অছিমুদ্দিন কবিরাজের ছেলে।
নিহতের পরিবার ও বিক্ষুদ্ধ এলাকাবাসীর অভিযোগ, অহেদুলের মেয়ের (আছিয়া) সঙ্গে খলিলুরের প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর বিষপানে আত্মহত্যা করে আছিয়া। এরপর থেকে নিখোঁজ হয় খলিলুর।
তাদের দাবি ওই সম্পর্কের জের ধরেই পরিকল্পিতভাবে খলিলুরকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে সেফটিক ট্যাঙ্কে ফেলে দেয়া হয়। তবে অহেদুলের পরিবার বিষয়টি অস্বীকার করেছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) সুব্রত কুমার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অমিত দাশ/এফএ/আরআইপি