মুন্সিগঞ্জে ২ কোটি মিটার কারেন্ট জাল জব্দ


প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে ১ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

নির্বাহী মেজিস্ট্রেট আব্দুল­াহ আল মামুনের নেতৃত্বে সদর উপজেলা মৎস্য বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে মেসার্স কাদির ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ থেকে এ জাল জব্দ করা হয়।

এসময় কারখানার ম্যানেজার মো. সোহাগ মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

munshiganj

তিনি জানান, অবৈধ কারেন্ট জাল উৎপাদন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পরে জব্দকৃত জাল মুন্সীগঞ্জ নয়াগাঁওস্থ ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনিষ্ট করা হয়।

অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকতা শাহাজাদা খসরু ও র্যাব-১১’র ভাগ্যকুল ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আনোয়ার প্রমুখ।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।