নীলফামারী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
নীলফামারী প্রেসক্লাবের জমি বরাদ্দ ও নিজস্ব ভবন নির্মাণ এবং জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে ঐক্য সৃষ্টিতে নীলফামারী প্রেসক্লাবের ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতে এ কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, প্রথম আলোর জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ভুবন রায় নিখিল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ইসরাত জাহান পল্লবী, আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বী প্রধান, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুল বারী, মানবজমিনের জেলা প্রতিনিধি দীপক আহমেদ, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি নুর আলম ও ইত্তেফাকের নীলফামারী প্রতিনিধি শীষ রহমান।
প্রেসক্লাবের স্থায়ী জমি বরাদ্দ ও নিজস্ব ভবন নির্মাণ এবং জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে ঐক্য সৃষ্টিতে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এ সভার আহ্বান করেন।
উল্লেখ্য, নীলফামারী প্রেসক্লাবের স্থানে শিশু একাডেমি ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ায় প্রেসক্লাবের নিজস্ব জায়গার প্রয়োজন দেখা দেয়। সেই সঙ্গে দীর্ঘদিন প্রেসক্লাবের কমিটি গঠন না হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
জাহেদুল ইসলাম/এএম/এবিএস