কনেপক্ষের হামলায় বরের ভাইয়ের মৃত্যু
নীলফামারীতে প্রেম করে পালিয়ে বিয়ে করায় কনেপক্ষের লোকজনের হামলায় বরের ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বরের ভাই লিটন চন্দ্র রায়ের (২২) মৃত্যু হয়। মৃত লিটন চন্দ্র রায় নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুরী গ্রামের শ্বশধর রায়ের ছেলে। এ ঘটনায় মৃতের ভাই জিতেন্দ্র নাথ রায় বাদী হয়ে মঙ্গলবার দুপুরে নীলফামারী থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খগেন্দ্র নাথ রায়ের মেয়ে রাধিকা রানী রায়কে পালিয়ে নিয়ে বিয়ে করেন জিতেন্দ্র নাথ। ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কনেপক্ষের লোকজন লিটন চন্দ্র রায় ও জিতেন্দ্র নাথের উপর হামলা করে। এ সময় লাঠি-সোঠা দিয়ে মারধর করলে গুরুতর আহত হয়ে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন তারা।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য লিটন চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে লিটনের মৃত্যু হয়।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম/এএম/এমএস