চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু


প্রকাশিত: ০২:৫১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ন ইউনিয়নের জহুরপুর নয়রশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর নয়রশিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে ওহেদুল ইসলাম (৪৫) ও ফটিকের ছেলে রাকিব উদ্দিন (২২)।

নারায়রপুর ইউয়িন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন হোদা ও স্থানীয়রা জানায়, পদ্মা নদীর সোনারদির চর এলাকায় মাছ ধরার সময় বিকেল ৩টার দিকে বজ্রপাত হলে নৌকার উপরে তারা মারা যান।

আব্দুল্লাহ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।