দিনাজপুরে দুর্বৃত্তদের ককটেলে এসআই আহত
দিনাজপুরে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলের আঘাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুস সোবহান (৩৮) আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে রানীরবন্দরে এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম জানান, রাত ৯টায় আসামি ধরার জন্য রানীরবন্দরে গেলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তিন-চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ সময় এসআই মো. আবদুস সোবহান আহত হন। তবে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার মতো জখম হননি। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন সুস্থ আছেন।
এআরএস/এমএস