চুয়াডাঙ্গায় ১০ মাদকসেবীর কারাদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে ১০ মাদকসেবীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ জাহান বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, উপজেলার ডম্বলপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জিয়া, হারদী গ্রামের মৃত তমশের শেখের ছেলে সিরাজুল ইসলাম, এরশাদপুর গ্রামের হারেজ আলীর ছেলে মজিবর রহমান, চরশ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সামাদ ও সাধুর ছেলে সলেমান, মাদরাসাপাড়ার রাজু আহম্মদের ছেলে মাসুদ, স্টেশনপাড়ার জলিল মন্ডলের ছেলে রুবেল হোসেন, গোবিন্দপুর গ্রামের মৃত দঃখী মন্ডলের ছেলে আমির হোসেন ও নওয়াজ আলীর ছেলে লাল্টু, ঝিনাইদহ্ জেলার ডাকবাংলা গ্রামের আবুল কাশেমের ছেলে বাটুল, বন্ডবিল গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনারুল এবং পারদুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাফিজুর।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাদ জাহান আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ মাদকসেবীকে আটক করেন।
বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ মাদকসেবীর প্রত্যেককে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
সালাউদ্দীন কাজল/এএম/পিআর