মুন্সীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতুব্দী খালে বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় শাহ আলম গাজী (২২) নামের আরেক জেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মৃত নুর ইসলাম রামানন্দ গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দুলাল হোসেন জানান, খালের পানিতে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে দুই জেলে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জেলে নুর ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর জেলে শাহ আলম গাজীকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর