বারবার এসেও মিলছে না জাতীয় পরিচয়পত্র
চাঁপাইনবাবগঞ্জ জেলা সার্ভার স্টেশনে দেয়া হচ্ছে না জাতীয় পরিচয়পত্র। কার্যালয় থেকে বলা হচ্ছে, ২ অক্টোবর প্রধানমন্ত্রীর স্মার্ট কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর পর্যায়ক্রমে দেয়া হবে। আর এতেই ক্ষোভ প্রকাশ করছেন জাতীয় পরিচয়পত্র নিতে আসা ভোগান্তির শিকার মানুষগুলো।
বৃহস্পতিবার সরেজমিনে জেলা সার্ভার স্টেশনে গিয়ে এমনটাই দেখা গেলো।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুর মহল্লার দেলোয়ার হোসেন জানান, জাতীয় পরিচয় পত্রের জন্য ২০১৪ সালে ছবি তোলাসহ যাবতীয় কাজ সম্পাদন করেছেন কিন্তু এখন পর্যন্ত তিনি পরিচয়পত্র পাননি। যখনই অফিসে খোঁজ নিতে আসেন তখনই কর্তৃপক্ষ কয়েকদিন পরে আসতে বলেন কিন্তু পরিচয়পত্র আর দেন না।
কথা হয়, একই এলাকার নূরবানু বেওয়ার (৬৫) সঙ্গে। তিনি জানান, গত এক বছর আগে নাম সংশোধনের জন্য আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত তার জাতীয় পরিচয়পত্র মিলেনি। এই বয়সে বারবার আসতে না পারায় বিভিন্ন সময় আত্মীয়-স্বজনকে পাঠিয়েও কোনো লাভ হয়নি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এরপরই পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এফএ/এবিএস