সড়ক দুর্ঘটনায় এএসপিসহ ৯ পুলিশ আহত


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বগুড়া ডিবি পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লেগে সহকারী পুলিশ সুপারসহ ৯ পুলিশ আহত হয়েছেন।
 
শনিবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা,  উপপরিদর্শক (এসআই) আলমগীর, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. গোলাম মোস্তফা, কনস্টেবল মো. সেলিম, রাশেল আলী, রাসেল, জাহাঙ্গীর ও চালক শাহীন।

এদের মধ্যে সহকারী  উপপরিদর্শক (এএসআই) মো. মোস্তফা ও শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় গোপন একটি অভিযান চালিয়ে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের ডিবি পুলিশের দল ফেরার পথে সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।